সাবেক এমপি কালামের বিরুদ্ধে দুদকের মামলা

15 hours ago 5

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বাদি হয়ে মামলাটি করেন।

আসামিরা হলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের ও উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান।

দুদকের আইনজীবী মো. বজলে তৌহিদ আল হাসান বাবলা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়র থাকাকালে ২০১৭ সালে তাহেরপুর পৌর শহর রক্ষায় ৪১৫ মিটার বাঁধ নির্মাণের জন্য ৪ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়। তবে কাজ শেষ করার আগেই ঠিকাদারকে পুরো টাকা পরিশোধ করা হয়। দুদক কর্মকর্তারা প্রাকৃতিক প্রকৌশলী দিয়ে নির্মিত বাঁধ পরিমাপ করলে দেখা যায়, ঠিকাদার ৪০৫ মিটার বাঁধ নির্মাণ করেছেন, যদিও তাকে ৪১৫ মিটারের জন্য অর্থ দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী আরও জানান, তদন্তে দেখা গেছে আবুল কালাম আজাদ, আবদুল কাদের ও জাহিদুর রহমান মিলে প্রকল্পের কাজ পুরোপুরি বাস্তবায়ন না করে প্রকল্পের ৩৩ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

Read Entire Article