ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে বালু লুট ও থানা ভাঙচুরের মামলায় আহাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী ছিলেন।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার থেকে থানা ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সদরপুর থানার ওসি মোতালেব হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
আটক আহাদ ওই ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে।
জানা যায়, আহাদ ২০১৪ সাল থেকে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী ছিলেন। নিক্সনের ছত্রছায়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি থেকে রাতারাতি কোটিপতি বনে যান আহাদ। বালু ব্যবসার পাশাপাশি তিনি জমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
সদরপুর থানার ওসি মোতালেব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় চন্দ্রপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আহাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।