হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে আসামি ফজলে করিমের উপস্থিতিতে শুনানি শেষে চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।
ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় এলাকার তিন বারের সংসদ সদস্য ছিলেন।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৪ মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিনটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন। আরেকটি মামলার নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় আবেদনটির শুনানি হয়নি।
আরও পড়ুন
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনার সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম। পরে গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি আটক করে। পরে গত ১৯ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস