চকবাজার থানার হত্যা মামলায় হাজী সেলিমের বড় ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হন। একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তার বাবা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমও বর্তমানে কারাগারে রয়েছেন।