সাবেক এমপির দখলে থাকা ৪২ একর সরকারি জমি উদ্ধার

2 months ago 29

যশোরের শার্শার সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেডের দখলে থাকা ৪২ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারের পর এসব জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান তার ফেসবুক আইডিতে বুধবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।

সাবেক এমপির দখলে থাকা ৪২ একর সরকারি জমি উদ্ধার

সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের হরিণাপোতা মৌজায় সাবেক এমপি আফিল উদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৪১.৯৬ একর জমি দখলে নিয়ে ব্রিডার ফার্ম গড়ে ব্যবসা পরিচালনা করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তারা অভিযান চালিয়ে অবৈধভাবে দখল করা এসব জমি উদ্ধার করেন।

জামাল হোসেন/এসআর/জিকেএস

Read Entire Article