সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ডে

2 months ago 30

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) সকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। এসময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার ৪ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা হয়। এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডে অভিযোগ আনা হয়।

এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক আইনে করা মামলায় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। বুধবার আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তা না মঞ্জুর করেন।

ওমর ফারুক নাঈম/এএইচ/এমএস

Read Entire Article