সাবেক ডিএমপি কমিশনার এখন ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে

1 month ago 19
সদ্য সাবেক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২০ নভেম্বর মাইনুল হাসানকে সরিয়ে নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে আরও ৪ কর্মকর্তার বদলি হয়েছে। শিল্পাঞ্চলের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ সদর দপ্তর, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) অতিরিক্ত কমিশনার, জিএমপির অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনকে সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
Read Entire Article