সাবেক প্রতিমন্ত্রী ও ছেলেসহ এমপির বিরুদ্ধে মামলা

3 hours ago 4

কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বগুড়া-৫ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান ও তার ছেলে আসিফ ইকবাল সনির বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পত্তি দখলসহ বিভিন্ন অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি পার্বত্যাঞ্চলের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষমতার অপব্যবহার করে ষড়যন্ত্র ও প্রতারণার মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা পর্যটনকেন্দ্রের পাশের গোলাবাড়ী মৌজায় ৪ একর খাস খতিয়ানভুক্ত রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে দখল করেন।

সেখানে বলা হয়, বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ওই সরকারি জমিতে খাস্রাং রিসোর্ট নির্মাণ করেছেন। যে জমির মূল্য মৌজা দর অনুযায়ী এক কোটি দুই লাখ ছয় হাজার টাকা। কিন্তু বাস্তবে বাজারমূল্য আরও অনেক বেশি। সরকারের এ সম্পত্তি আত্মসাৎ করে তিনি দণ্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অন্যদিকে, সাবেক এমপি হাবিবুর রহমানের নামে ২ কোটি ৮১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১০টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৯৭ লাখ টাকা লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে।

পৃথক মামলায় হাবিবুর রহমানের ছেলে আসিফ ইকবাল সনির বিরুদ্ধে ৪ কোটি ১৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। এছাড়া ১৫টি ব্যাংক হিসাবে ৪৪ কোটি ৪৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এসএম/এমকেআর/জেআইএম

Read Entire Article