সাবেক প্রেমিকের স্ত্রীর শুভেচ্ছা পেলেন সেলেনা গোমেজ

2 weeks ago 14

সেই ২০১০ থেকে ২০১৮, ৮ বছর জাস্টিন বিবার ও সেলেনা গোমেজ ছিলেন হলিউডের সবচেয়ে আলোচিত প্রেমযুগল। বিশ্বজুড়ে তাদের রোমান্স নিয়ে চলতো নারকম চর্চা। সেই প্রেম ভেঙে গেছে বহু আগে। সেলেনার কষ্ট হয়েছিল জাস্টিনকে ভুলতে। অনেক সাক্ষাৎকার ও গানে গানে তিনে সেই কষ্টের কথা বলেছেন। তবে জাস্টিন বিরহে ডুবে না থেকে বেছে নিয়েছিলেন মডেল হেইলিকে।

প্রেম করে সংসারও পেতেছেন তারা। নামের শেষে জাস্টিনের পারিবারিক পদবী যোগ করে হেইলি হয়েছেন হেইলি বিবার।

নতুন খবর হলো, সম্পর্কের মারপ্যাচ ভুলে সেলেনাকে বিয়ের সিদ্ধান্ত নেয়ায় শুভেচ্ছা দিয়েছেন হেইলি।

গেল ১১ ডিসেম্বর সেলেনা তার ইনস্টাগ্রাম একাউন্টে মিউজিশিয়ান বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদানের ঘোষণা দেন। এরপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। হেইলি সেই পোস্টে ভালোবাসার প্রতিক্রিয়া জানিয়েছেন।

হেইলির এই সমর্থন সেলেনার সঙ্গে বহু বছর ধরে চলে আসা দ্বন্দ্বের যে গুজব তাতে জল ঢেলেছে। মনে করা হয় জাস্টিনের সঙ্গে ঘনিষ্ট হওয়ার কারণে হেইলিকে অপছন্দ করেন সেলেনা। তবে ২০২৩ সালে যখন হেইলি জাস্টিন বিবারের স্ত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় হেনস্তা হন তখন তার পাশে ছিলেন সেলেনা। সে বছরের মার্চ মাসে সেলেনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে হেইলির পক্ষে কথা বলেছিলেন এবং অনলাইনে তাকে হেনস্থা না করতে আহ্বান জানিয়েছিলেন। সেলেনা লিখেছিলেন, ‌‘এটি আমি কখনো সমর্থন করি না। কেউ যেন হেনস্থা বা ঘৃণার শিকার না হয়।’

হেইলি তখন সেলেনাকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা সবাই আমাদের পোস্ট এবং কথা বলার বিষয়ে আরও চিন্তাশীল হবো। আমি বিশ্বাস করি, প্রেম সবসময় ঘৃণার চেয়ে বড়।’

এদিকে সেলেনার হবু স্বামী বেনি ব্ল্যাঙ্কোকেও পছন্দ করেন হেইলি। কারণ বেনি বেশ লম্বা সময় জাস্টিনের সঙ্গে বহু একক গানে একসঙ্গে কাজ করেছেন। তাদের গানগুলোর মধ্যে উল্লেখ্য ‘সাম্বডি টু লাভ’, ‘লাভ ইয়োরসেলফ’, এবং ‘কোল্ড ওয়াটার’।

তবে কেবল হেইলিই নন, জাস্টিনের ১৬ বছরের বোন জ্যাজমিন বিবারও সেলেনার বাগদানের পোস্টটি লাইক করেছেন। শুভেচ্ছা দিয়েছেন অনেক তারকারা। সে তালিকায় আছেন সেলেনার দীর্ঘদিনের বান্ধবী টেইলর সুইফট। তিনি মজা করে লিখেছেন, ‘হ্যাঁ, আমি ফুলের মেয়ে হবো।’

অন্য সেলিব্রিটিদের মধ্যে ছিল জেনিফার অ্যানিস্টন, নিনা ডোব্রেভ, লিলি কলিন্স, গুইনেথ প্যালট্রোসহ আরও অনেকেই, যারা সেলেনা-বেনি দম্পদিকে শুভেচ্ছা জানিয়েছেন।

এলএ/এএসএম

Read Entire Article