সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

2 weeks ago 6

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে তার নিজ জেলা নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে লুৎফুজ্জামানের নির্বাচনী এলাকা মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি উপজেলা ছাড়াও জেলার প্রায় সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন। পরে শহরের প্রধান সড়কে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুরো শহরে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মো. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, মজিবর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম এবং এস এম মনিরুজ্জামান দুদু। কর্মসূচিতে ১০ উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্নস্তরের নেতারা বক্তব্য দেন। 

বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে ১৭ বছর ধরে কারাগারে রাখা হয়েছে। বেশ কয়েকটি মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। অবশ্য এর মধ্যে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কিছু মামলা থেকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। আর যেসব মামলা বিচারাধীন রয়েছে তা থেকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান বক্তারা। 

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াসহ এলাকার প্রচুর উন্নয়ন করেন।

Read Entire Article