সাভারে অবৈধ ইটভাটায় অভিযান, ১০ লাখ জরিমানা
ঢাকার সাভার উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা, টায়ার গলিয়ে তেল ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ইটভাটার চুল্লি ভেঙে দেওয়াসহ ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা টায়ার গলিয়ে তেল উৎপাদনের তিনটি কারখানা ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুরে সেভেন স্টার ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুরে সেভেন স্টার ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ওই ইটভাটার দুটি চুল্লি ভেঙে দেওয়া হয়। এ ছাড়া ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের বিলামালিয়া এলাকায় টায়ার গলিয়ে তেল উৎপাদনের তিনটি কারখানা ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি কারখানা গুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, অবৈধ ইটভাটা ও কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে একটি ইটভাটার চুল্লি গুড়িয়ে দেওয়াসহ ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া টায়ার গলিয়ে তেল উৎপাদনের তিনটি ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।