হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসায় অগ্নিসংযোগ

4 hours ago 6

নোয়াখালী হাতিয়া উপজেলার সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর বাসায় অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হাতিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের এমপির পোল সংলগ্ন বাসায় এ অগ্নিসংযোগ করা হয়। 

পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় হাতিয়ায়ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। পরে তারা একত্রিত হয়ে মোহাম্মদ আলীর বাসায় অগ্নিসংযোগ করেন।

এ সময় ছাত্র-জনতা ‘স্বৈরাচারের বাড়িতে আগুন জ্বালো একসাথে, ফ্যাসিবাদের বাড়িতে আগুন জ্বালো একসাথে, জলদস্যুর বাড়িতে আগুন জ্বালো একসাথে, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, হান্নান ভাইয়ের হাতিয়ায় মোহাম্মদ আলীর ঠাঁই নাই, মোহাম্মদ আলীর আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলীর লোকজন আলী ভাই আলী ভাই স্লোগান দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় তারা ছাত্র জনতার ওপর ইটপাটকেলসহ গুলি ছোড়েন। এ ঘটনায় তারিফ ও আরিফ নামে দুজন আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Read Entire Article