সাভারের আশুলিয়ায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ( ০৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরে হানিফ পরিবহনের দূরপাল্লার একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কেউ গুরুতর আহত হয়নি। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরে। পরে বাসটি রাস্তার পাশে থামালে দ্রুত চালকসহ বাসটিতে থাকা সকল যাত্রীরা নিরাপদে নেমে পড়ে। তবে আগুনে বাসের ভেতরের সকল আসন পুড়ে যায় এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয়। বাসটি শনিবার দুপুরে রংপুর থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে।
চালকের সহকারী মো. শাহীন জানান, রাত সাড়ে ৮ টার দিকে বাসটি আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে বাসের নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে আঁচ করতে পেরে দ্রুত বাসটিকে চালক রাস্তার পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে পড়ে। মূহুর্তের মধ্যেই গোটা বাসে আগুন ছড়িয়ে পরে। আগুনে বাসের সকল সিট পুড়ে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন যাত্রী হতাহত হয়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, রাত ৮ টা ৪০ মিনিটে বাসে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০-১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিনের ওভার হিটের কারণে আগুন লাগার ঘটনাটি ঘটতে পারে।