সাভারে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৬

3 hours ago 8
সাভার উপজেলার আশুলিয়ার মো. মোমেন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের পর এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি মো. কামাল হোসেন। এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার বসুন্ধরা দারোগা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।  গ্রেপ্তার হওয়ারা হলেন আশুলিয়ার গাজিরচটের দক্ষিণ বাইপাই এলাকার মোহাম্মদ নাজমুল (১৮), আশিকুল ইসলাম আসিফ (২২), আশুলিয়ার পলাশবাড়ি বটতলার মোহাম্মদ রাকিব (১৫), দক্ষিণ গাজিরচটের মো. আলিফ (১৮), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া গ্রামের মো. ইব্রাহিম (৪৮) ও দক্ষিণ গাজীরচটের মো. রমজান (২৬)। এ ঘটনায় প্রধান অপরাধী রুবেল পলাতক রয়েছে।  নিহত মোমেন মিয়া আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার মৃত আজাহারের ছেলে মোমেন (২৮)। তিনি সাত মাসের এক সন্তানের জনক।  পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় রুবেলের নেতৃত্বে গ্রেপ্তাররা মোমেনকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় মোমেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। ঘটনার ১ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আশুলিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, নিহতের শরীরের কাঁধে ও পিঠে একাধিক গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়াদের আদালতে পাঠানো হয়েছে। 
Read Entire Article