সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

3 months ago 74

সাভারে স্ত্রীর সামনে রুবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) রাত ১০টার দিকে সাভারের চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে এই ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়ার স্ত্রী ইশা জানান, তিনিসহ তার স্বামী রুবেল মিয়া চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে ঈদের দিনে রোস্ট রান্নার জন্য মুরগি কিনতে যান। এসময় তাদের পূর্ব পরিচিত বাশার ও ওয়াইদুল নামে দুই যুবক তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং দাবি করেন তার স্বামীর কাছে অনেক টাকা পান। এসময় তার স্বামী রুবেল মিয়া ওই যুবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তার স্বামীর মাথায় কোপান এবং তার ব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রুবেল মিয়াকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোরওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এমএআরএন/এএমএ

Read Entire Article