দুই লেগ মিলিয়ে ১৩ গোলের থ্রিলার শেষে সান সিরোতে বুনোউল্লাস করে নেরাজুরিওরা। এই উল্লাস শেষ তিন আসরে দুবার ফাইনালের টিকিট নিশ্চিত করার আনন্দ। ম্যাচ শেষে স্বাগতিক খেলোয়াড়রা যখন নিজেদের সমর্থকদের সঙ্গে জয় ভাগাভাগিতে ব্যস্ত, তখন অন্যদিকে অশ্রুশিক্ত চোখে মাঠেই কান্নায় ভেঙে পড়েন ইয়ামাল-রাফিনিয়া-লেভানন্দোভস্কিরা। দুই গোলে পিছিয়ে পড়ার পর এগিয়ে গিয়েও ফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারায় হতাশা ভর করে... বিস্তারিত