সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

3 hours ago 8
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান তিনি। এদিকে বুধবার রাত ১১টার দিকে ফেসবুক নিজের ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। স্ট্যাটাসে সারজিস লিখেছেন, ‘আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!’ তার সেই স্ট্যাটাসে অনেকেই ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনাকে যুক্ত করে কমেন্ট করেন। অন্যদিকে ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও। হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ।’ নুসরাত লিখেছেন, ‘৯টা বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই! হায়রে মানোস (মানুষ)! ছিহ সমোন্নোয়ক (সমন্বয়ক) ছিহ!’ এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ (বুধবার) রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন তারা। এসময় প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়। 
Read Entire Article