সারা দিন শুধু ঘুম পায়, ভয়ংকর কিছু নয় তো?

2 weeks ago 15

সারাদিন কর্মব্যস্ততায় ক্লান্তি আসাটাই স্বাভাবিক। ক্লান্তির জন্য আবার অনেকের সারাদিন ঘুম ঘুম পায়। তবে এমন ঘুম ভাব বা ক্লান্তি ঠিক কতটা স্বাভাবিক? 

ক্লান্তি ভাব বিভিন্ন কারণে আসতে পারে। মূলত খাদ্যাভ্যাস ও বিশ্রামের কারণে এ সমস্যা দেখা দিতে পারে। তবে, তার আগেও বোঝা দরকার শরীরে সমস্যাটা কোথায়। তা নাহলে হতে পারে ভয়ংকর কোনো অসুখ।

এখন এ ক্লান্তি ভাব কেন অনুভূত হয়? চলুন জেনে নেওয়া যাক- 

লৌহের ঘাটতি

শরীরে লৌহ বা আয়রনের ঘাটতি শরীরে ক্লান্তি লাগার অন্যতম কারণ। মূলত মেয়েদের গর্ভবতী ও পিরিয়ড চলাকালীন লৌহের ঘাটতি বেশি দেখা দেয়। তাই এ সময়ে আয়রন যুক্ত শাক-সবজি ও সালাদ বেশি খাওয়া প্রয়োজন।

ঘুমের অভাব

পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন ঘুম ঘুম ভাব আর ক্লান্তি যেন পিছুই ছাড়ে না। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক সাত-আট ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়। 

অস্বাস্থ্যকর বা সামঞ্জস্যহীন খাদ্যাভ্যাস

সারাদিনের খাদ্যাভ্যাস আমাদের শরীরে প্রভাব ফেলে। তাই স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার ও বিশ্রাম। 

পানিশূন্যতা

শরীরে পর্যাপ্ত পানির অভাব দেখা দিলে, শরীর ক্লান্ত হয়ে পড়ে। যার ফলে মাথাব্যথা, ব্যথা, অবসাদ ও দুর্বলতা দেখা দেয়। শরীরে ক্লান্তি ভাব আসার অন্যতম কারণ পানিশূন্যতা। 

বাড়ন্ত শরীর 

শরীরের বয়স বাড়ার সঙ্গে শক্তি খরচের পরিমাণও বাড়ে। তাই শক্তি খরচ অনুযায়ী খাবার না পেলে অল্পতেই শরীরে দুর্বলভাব দেখা দেয়। যে কারণে আসে ক্লান্তি ভাব। 

অতিরিক্ত শরীরচর্চা 

হঠাৎ করে অনেকক্ষণ শরীরচর্চা করলে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। 

Read Entire Article