সারা বছর মৃত ভোটার বাদ দিতে ইসির কমিটি গঠন
এখন থেকে সারা বছর মৃত ভোটার বাদ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি কমিটি গঠন করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারি সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে বিষয়টি জানাগেছে। এতে বলা হয়েছে, সারা বছর মৃত ভোটার কর্তন চালু রাখার জন্য ১০ সদস্যের কমিটি কাজ করবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি কাজ করবে। বর্তমানে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ ছাড়া মৃত ভোটার কর্তন করা হতো না। এই কমিটি গঠনের পর এখন বছরের যে কোনো সময় মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে। সর্বশেষ বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে।
এখন থেকে সারা বছর মৃত ভোটার বাদ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারি সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে বিষয়টি জানাগেছে।
এতে বলা হয়েছে, সারা বছর মৃত ভোটার কর্তন চালু রাখার জন্য ১০ সদস্যের কমিটি কাজ করবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি কাজ করবে।
বর্তমানে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ ছাড়া মৃত ভোটার কর্তন করা হতো না। এই কমিটি গঠনের পর এখন বছরের যে কোনো সময় মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে। সর্বশেষ বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে।
What's Your Reaction?