সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

1 month ago 22

পৌষ মাস আসতে বাকি আর ১২ দিন। তবে সারাদেশে এখনো জেঁকে বসেনি শীত। দেশের উত্তারঞ্চলে ভোরে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। অন্যদিকে রাজধানীতেও এখনো তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। ফলে দেশজুড়ে তীব্র শীতের জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে। তবে এ মাসের দ্বিতীয়ার্ধে পশ্চিম ও উত্তারঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সকালে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/ইএ/এমএস

Read Entire Article