সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭১ জন।
বুধবার (২৮ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হন ৫৭১ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৪০ জনকে।
অভিযানিক কার্যক্রমে পাইপগান ১টি, বার্মিজ চাকু ১টি, ছোড়া ২টি, চাইনিজ কুড়াল ১টি, দা ১টি ও ২টি তলোয়ার জব্দ করা হয়েছে।
বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।
কেআর/এমকেআর/এএসএম

4 months ago
12









English (US) ·