সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪১৫

3 months ago 8

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৯ জন।

সোমবার (১৯ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেফতার ৫২৯ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪১৫ জনকে।

আরও পড়ুন

অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।

টিটি/এমকেআর/এমএস

Read Entire Article