সালমান আজাদীর পরিবারের পাশে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

2 months ago 33

সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদীর পরিবারকে এক লাখ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপাচার্যের কার্যালয়ে এই অর্থ হস্তান্তর করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম এবং পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী উপস্থিত ছিলেন। সালমান আজাদীর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার মা, স্ত্রী ও সন্তান।

সালমান আজাদীর মা ও স্ত্রী-সন্তানের সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্য সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও কোনো সহযোগিতা করা যায় কি না আলোচনা করবেন বলে জানান। উপাচার্য বলেন, একজন শিক্ষার্থীর পাশে এভাবে দাঁড়ানো অবশ্যই প্রশংসনীয় কাজ। এমন মানবিক কাজে সবাই এগিয়ে আসবে আশা করি। আমাদের জায়গা থেকে আরও কোনোভাবে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।

জানা গেছে, সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদীর মৃত্যুর পর পরই সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীর উদ্যোগে ও শিক্ষার্থীদের সহায়তায় গঠন করা হয় ‘সালমান আজাদী ট্রাস্ট ফান্ড’। এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংগঠন থেকে অর্থ সংগ্রহ করে মোট পাঁচ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।

অন্যদিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে সব শিক্ষকদের এক মাসের বেতন থেকে ন্যূনতম ৫০০ টাকা বা এর বেশি অর্থ সালমান আজাদীর পরিবারকে দেওয়ার ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে অর্থ হস্তান্তর সম্পন্ন করা হয়।

Read Entire Article