সালমানকে চড় মারার আগে কাঁপছিলেন অভিনেতা

1 month ago 17

সালমান খানের ভক্ত-অনুরাগী রয়েছে দুনিয়াজুড়ে। শুধু তাই নয় বলিউডের অনেকেই তাকে সমীহ করে চলেন। তার মতো বন্ধু পাওয়া নাকি ভাগ্যের বিষয়। আবার তার সঙ্গে শত্রুতা করলেও নাকি তিনি ছেড়ে কথা বলেন না। এই সালমানের গায়ে হাত তুলেছিলেন এক অভিনেতা। এমনকি সজোরে চড়ও মেরেছিলেন ভাইজানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন জিশান আয়ুব।

সালমানকে চড় মেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ‘তাণ্ডব’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’ খ্যাত জিশান আয়ুব। অভিনয় অঙ্গনের আর আগাতে পারবেন কি না, তা নিয়েও দ্বন্দ্বে পড়েছিলেন অভিনেতা। তবে এই চড় ছিল অভিনয়ের চড়। কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ সিনেমার চিত্রনাট্যের জন্য ভাইজানের গায়ে হাত তুলতে হয়েছিল তাকে। আয়ুব বলেছেন, ‘একটি দৃশ্য ছিল একটি ছোট্ট সেতুর উপরে। তাকে থামিয়ে আমি চড় মারি আর তিনি সেতু থেকে নিচে পড়ে যান। সেই প্রথম সালমান স্যারের সঙ্গে সাক্ষাৎ। প্রথম দেখাতেই এমন ঘটে যায়।’

সালমানকে চড় মারার আগে কাঁপছিলেন অভিনেতা

এই দৃশ্যে অভিনয় করার আগে থেকেই ভয়ে কাঁপছিলেন জিশান। তিনি বলেন, “খুব ভয় লাগছিল। তিনি যদি রেগে যান, এই ভেবে আমি দূর থেকে চড়টা মারছিলাম। ফলে সে দৃশ্যটি ভালো দেখতে লাগছিল না, খুব মেকি মনে হচ্ছিল। তখন সালমান স্যার নিজেই বলেন, ‘আবার কাছ থেকে মারো’। কিন্তু আমার বুক কাঁপছিল।”

জিশান দুরু দুরু বুকেই এগিয়ে যান। কষে মারেন এক চড়। ভেবেছিলেন, এই হয়তো তার ক্যারিয়ারের শেষ অভিনয়! তবে সালমান যে খুবই পেশাদার, তা তিনি বুঝেছিলেন। ঝুঁকি নিয়েই দৃশ্যটিকে ফুটিয়ে তোলেন জিশান। সালমান এসে প্রশংসা করেছিলেন পরে। এ প্রশংসায় নিশ্চিন্ত হয়েছিলেন জিশান।

এমএমএফ/জিকেএস

Read Entire Article