ঘরোয়া কিংবা মহাদেশীয় লিগ, চলতি মৌসুমে সব জায়গাতেই যেন লিভারপুলের জয়জয়কার। ঘরোয়া সবচেয়ে বড় প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগেও উড়ন্ত লিভারপুলের নাগাল পাচ্ছে না কেউ। মহাদেশীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচের ৭টিতে জিতেছে আর্নে স্লটের দল। এখানেও শীর্ষে লিভারপুল।
গতকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিলেকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ফরাসি ক্লাবটির বিপক্ষে এই জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে অলরেডরা।
৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে বার্সেলোনা।
ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমে লিড নেয় লিভারপুল। ৩৪ মিনিটে গোলটি করেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স এটি মিশরীয় ফরোয়ার্ডের ৫০তম গোল। কার্টিস জোনসের লম্বা পাস থেকে বল নিয়ে বাঁকানো শটে লিলের গোলরক্ষক লুকাস চেভালিয়েরকে পরাস্ত করেন সালাহ।
১-০ তে পিছিয়ে থাকা অবস্থায় ৫৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লিলে। লিভারপুলের ফরোয়ার্ড লুইস দিয়াজকে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন এইশা মান্দি।
একজন কম নিয়ে খেলেও সমতায় ফেরে লিলে। তাও আবার ১০ জনের দলে পরিনত হওয়ার ৩ মিনিট পরই। সফরকারীদের হয়ে গোলটি করেন জোনাথন ডেভিড (৬২ মিনিটে)।
৬৭ মিনিটে লিভারপুলকে আবার এগিয়ে দেন বদলি খেলোয়াড় হারভি এলিয়ট। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।
যোগ করা সময়ে আরও একবার লিলের জালে বল জমা করে লিভারপুল। উদযাপনও করে ফেরেন লিভারপুলের দারউইন নুনেজ। তবে অফসাউডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।
গ্রুপ পর্বে লিভারপুরের শেষ ম্যাচ পিএসভি আইন্ডহোভেনের বিপক্ষে আগামী ২৯ জানুয়ারি। লিলে তাদের গ্রুপপর্বের ফাইনাল খেলবে ফেয়েনর্ডের বিপক্ষে।
এমএইচ/এএসএম