সাহাবি আমর ইবনে আবাসার (রা.) ইসলাম গ্রহণ

6 hours ago 5

আমর ইবন আবাসা (রা.) আল্লাহর রাসুলের একজন সম্মানিত সাহাবি। তিনি ছিলেন আরেকজন প্রখ্যাত সাহাবি আবু জর গিফারির (রা.) বৈপিত্রেয় ভাই। তিনি অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ইসলামপূর্ব জীবনেও তিনি মূর্তিপূজাকে ভ্রষ্টতা মনে করতেন, মদ্যপান থেকে দূরে থাকতেন।

নিজের ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করে আমর ইবনে আবাসা (রা.) বলেন, ইসলামপূর্ব যুগে আরবের মানুষ যখন মূর্তিপূজা করতো আমি ধারণা করতাম, মানুষ ভ্রান্তির মধ্যে আছে। তাদের এসব পূজা, বিভিন্ন প্রথা ও রীতির কোনো ভিত্তি নেই।

হঠাৎ একদিন আমি শুনতে পেলাম, মক্কায় একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি অদৃশ্যের খবরাখবর বলেন। তখন আমি মক্কার উদ্দেশে বের হলাম। মক্কায় পৌঁছে জানলাম, তিনি গোপনে ইসলাম প্রচার করছেন। তার গোত্র তার ওপর ক্ষেপে আছে এবং তিনি বেশ চাপের মধ্যে আছেন।

আমি কৌশলে তার কাছে পৌঁছলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি আল্লাহর নবি। আমি বললাম, নবি কী? তিনি বললেন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন।

আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনাকে কী বার্তা দিয়ে পাঠিয়েছেন? তিনি বললেন, আত্মীয়তা রক্ষা করা, মূর্তিপূজা ও সকল বাতিল ধর্ম বিলুপ্ত করা, রক্তপাত-হানাহানি বন্ধ করা, মানুষের নিরাপত্তা বিধান করা, আল্লাহকে এক বলে বিশ্বাস করা ও তাঁর সাথে কাউকে শরীক না করা।

আমি জিজ্ঞাসা করলাম, কারা আপনার দ্বীন গ্রহণ করেছে? তিনি বললেন, একজন স্বাধীন ব্যাক্তি ও একজন কৃতদাস।

ইসলাম গ্রহণকারীদের মধ্যে তখন আবু বকর (রা.) ও বেলাল (রা.) ছিলেন।

আমি নবিজিকে (সা.) বললাম, আমিও আপনার অনুসারী হাত চাই। তিনি বললেন, বর্তমান অবস্থায় আপনি তা পারবেন না। আপনি আমার অবস্থা ও লোকজনের অবস্থা দেখছেন না? আপনি বরং আপনার পরিবার-পরিজনদের কাছে ফিরে যান। যখন আমি বিজয় লাভ করেছি বলে শুনতে পাবেন, তখন আমার কাছে চলে আসবেন।

আমর ইবনে আবাসা (রা.) বলেন, আমি নবিজির (সা.) নির্দেশনা অনুযায়ী আমার পরিবার-পরিজনদের কাছে চলে গেলাম। এরপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মদিনায় হিজরত করলেন। আমি স্বদেশেই অবস্থান করছিলাম এবং সব খবরাখবর রাখছিলাম। ইতোমধ্যে একদিন মদিনার একটি কাফেলা এল। আমি জিজ্ঞাসা করলাম, মক্কা থেকে যিনি মদিনায় গিয়েছেন তার খবর কী? তারা বলল, মানুষ খুব দ্রুত তার ধর্ম গ্রহণ করছে। তার কওম তাকে হত্যা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

তখন আমি মদিনায় গেলাম এবং আল্লাহর রাসুলের সাথে সাক্ষাত করে বললাম, আল্লাহর রাসুল! আপনি কি আমাকে চিনতে পেরেছেন? নবিজি (সা.) বললেন, হ্যাঁ, মক্কায় আপনি আমার সঙ্গে দেখা করেছিলেন। (সহিহ মুসলিম)

পরবর্তীতে আমর ইবনে আবাসা (রা.) নবিজির (সা.) সঙ্গে মক্কা বিজয় ও তায়েফ অভিযানে অংশগ্রহণ করেন। তিনি নবিজির (সা.) বেশ কিছু হাদিসের বর্ণনাকারী। সাহাবিদের মধ্যে তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাসউদ (রা.), আবু উমামা আল বাহিলি (রা.) সাহল ইবন সাদ (রা.) প্রমুখ। তাবেঈদের মধ্যে তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, শুরাহবিল ইবন সামাত, সাদান ইবন আবি তালহা, সুলাইম ইবন আমের, আবদুর রহমান ইবন আমের, জুবাইর ইবন নাফীর, আবু সালাম (রহ.) প্রমুখ।

ওএফএফ/এএসএম

Read Entire Article