সাড়ে ৩১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

2 hours ago 2
সিরাজগঞ্জে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুজনকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে র‌্যাব-১২।  উদ্ধার হওয়া ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি প্রস্থের কষ্টি পাথরের মূর্তিটি পৌরাণিক কোনো দেবতার। ওজন ৩১ কেজি ৫৪০ গ্রাম।  রোববার (২৪ আগষ্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ।  আটকরা হলেন, তাড়াশ উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও একই উপজেলার নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০)। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরের ওই মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় ওই ২টি মূর্তি পাচারকারীকে আটক করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article