সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

18 hours ago 2
এগ্রি ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রেলপথ অবরোধ করে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ শেষে রেল চলাচল স্বাভাবিক হয়। রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। পরে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন ছেড়ে দেন শিক্ষার্থীরা।  দুপুর ১টার দিকে আবার ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখে ছেড়ে আসা কমিউটার ট্রেন থামিয়ে রাখে। পরে ৩টা ৪৫ মিনিটে ট্রেন ছেড়ে দেওয়া হয়। ময়মনসিংহ-ঢাকা রেল যোগাযোগ এখন স্বাভাবিক।  আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো-  ১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। ২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না (বিএডিসির কোটা বাতিল করতে হবে)। ৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
Read Entire Article