সিআইডির সাবেক প্রধানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

5 months ago 14

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়াসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিরা হলেন- নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া ও তাদের তিন সন্তান। তিন সন্তানের নাম হলো- সাদ আল জাবির আব্দুল্লাহ, লাবিবা আব্দুল্লাহ ও মোসাম্মৎ হাবিবুন নাহার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাজিদুর রোমান দুটি আবেদনে এ পরিবারটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার এ আবেদন করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। এসময় যেন তারা বিদেশে পালাতে না পারেন তাই দুদক থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে। আদালত তা মঞ্জুর করেন।

Read Entire Article