সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

2 months ago 70
বরিশালের গৌরনদীতে বাল্যবিয়ে করতে গিয়ে শাহীন হাওলাদার নামের এক সিঙ্গাপুর প্রবাসীকে জরিমানা গুনতে হয়েছে। তবে প্রবাসী হওয়ায় জরিমানার অর্থ মিটিয়েই সাজা থেকে রক্ষা পেয়েছেন তিনি।  শুক্রবার (১৩ জুন) উপজেলার টিকাসার গ্রামে ঘটনাটি ঘটে। শাহীন উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি বিয়ের জন্য দেশে আসেন। শনিবার (১৪ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার টিকাসার গ্রামের ১৫ বছরের এক কিশোরীর বাল্যবিয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট চালিয়ে বর শাহীনকে ৫০ হাজার টাকা ও কনের বাবা মোসলেম সরদারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও কনেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।  তিনি আরও বলেন, গত ২০ দিন আগেও প্রবাসী শাহীন অন্য একজায়গায় বাল্যবিয়ে করতে গিয়ে আটক হয়েছিলেন। সে সময় প্রবাসী বিবেচনায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
Read Entire Article