সিটিকে হারিয়ে সালাহ বললেন, এটাই হয়তো শেষ ম্যাচ

3 weeks ago 8

ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর অনেকেই ভেবেছিলো, লিভারপুলের অবস্থা হয়তো তাহলে ক্লপ পূর্ববর্তী যুগে ফিরে যাবে। গত কয়েক বছরের পর প্রভাব বিস্তার করে আর হয়তো খেলতে পারবে না অলরেডরা। কিন্তু সে সব ধারণা উড়িয়ে দিয়ে রীতিমতো উড়ছে লিভারপুল। একের পর এক ম্যাচ জিতছে আর চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

যার ধারাবাহিকতায় রোববার রাতে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির মত দলকে রীতিমত উড়িয়ে দিয়েছে লিভারপুল। হারিয়েছে ২-০ গোলে; কিন্তু মাঠের খেলার ছাপ ফলাফলে উঠে আসেনি। স্রেফ সিটিকে উড়িয়ে দিয়েছে আরনে স্লটের শিষ্যরা।

লিভারপুলের এই জয়ের অন্যতম রূপকার ছিলেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। যিনি পেনাল্টি থেকে একটি গোলও করেছেন। লিভারপুলের জার্সিতে টানা ৬ ম্যাচে তিনি করেছেন ৭ গোল। লিগে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল, সঙ্গে ৭টি গোল করিয়েছেন সালাহ।

এমন দুর্দান্ত ফর্মে থাকার পরও লিভারপুলে সালাহর সময়ট কী খুব ভালো কাটছে। আপাত দৃষ্টিতে তেমন মনে হচ্ছে না। এমনকি আগামী মৌসুমে তার অ্যানফিল্ডের ক্লাবটিতে থাকার বিষয়টিও নিশ্চিত নয়। সালাহ নিজেও তার ভবিষ্যৎ নিয়ে একাধিকবার কথা বলেছেন।

জানিয়েছেন, লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান। আর এর মধ্যে যদি চুক্তি নবায়ন না হয়, তবে মৌসুম শেষেই হয়তো নতুন ক্লাব খুঁজে নিতে হবে মোহাম্মদ সালাহকে।

এবার সে কথাটাই স্পষ্ট বলে দিয়েছেন মিসরীয় এই তারকা। সিটিকে হারিয়ে তিনি জানিয়ে দিলেন, হয়তো এই মৌসুমটাই তার শেষ। একটু ঘুরিয়েই বিষয়টা জানালেন সালাদ।

এটাই লিভারপুলের হয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে সালাহর শেষ ম্যাচ কি না, জানতে চাইলে স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে এ ফরোয়ার্ড বলেন, ‘সত্যি বলতে বিষয়টা আমার মাথায় আছে। এখন পর্যন্ত এটাই সিটির বিপক্ষে লিভারপুলের হয়ে আমার শেষ ম্যাচ, আমি ম্যাচটা স্রেফ উপভোগ করতে চেয়েছিলাম। এখানকার পরিবেশ অবিশ্বাস্য ছিল, তাই প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আশা করি, আমরা লিগ জিততে পারব এবং তারপর দেখা যাক কী হয়।’

এ নিয়ে ৮ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন সালাহ। এর আগে গত সপ্তাহে সাউদাম্পটনের বিপক্ষে জয়ের পরও লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেন সালাহ।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-এর উদ্বৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী সালাহকে ফ্রি-ট্রান্সফারে দলে টানতে আগ্রহী পিএসজি। সালাহ নাকি এ বিষয়ে ফরাসি ক্লাবটির সঙ্গে কথাও শুরু করেছেন। দলের আক্রমণভাগে কিলিয়ান এমবাপের শূন্যতা পূরণে সালাহকে নিতে চায় পিএসজি। চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সালাহর।

আইএইচএস/

Read Entire Article