সিডনিতে রুশ কনস্যুলেটের গেটে গাড়ির ধাক্কা, অতঃপর...

2 days ago 5

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত রুশ কনস্যুলেটের গেটে গাড়ি নিয়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) এর জেরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, রুশ কনস্যুলেটের কাছে মালিকানাবিহীন একটি গাড়ি পড়ে থাকার পর সেটি কর্তৃপক্ষের অনুরোধে সরিয়ে নিয়েছে কূটনৈতিক নিরাপত্তা ইউনিটের পুলিশ। 

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কনস্যুলেটের গেটে আঘাত হানার আগে কর্মকর্তারা তাকে সতর্ক করেছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশ তাকে ওই গাড়ি থেকে নামতে বলায় তিনি জোরপূর্বক গেটে ধাক্কা দেন। তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে বার বার গাড়ি থেকে নামার জন্য বলেছিলেন। কিন্তু তিনি গাড়ি থেকে কিছুতেই নামছিল না। একপর্যায়ে পুলিশ তাদের আগ্নেয়াস্ত্র বের করেন। 

অস্ট্রেলিয়ার টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজ এবং নাইনের ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি সাদা রঙের এসইউবি গাড়ি রুশ কনস্যুলেটের মধ্যে পতাকা টাঙানো পুলের কাছে গ্লাস ভাঙা অবস্থা পড়ে থাকতে দেখা গেছে। 

পুলিশ জানিয়েছে এ ঘটনায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ২৪ বছর বয়সী এক পুলিশ সদস্য তার হাতে আঘাত পেয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন কনস্যুলেটের একজন ব্যক্তি। 

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনার পর কনস্যুলেট কিংবা স্থানীয় কমিউনিটিদের ভীত হওয়ার মতো কোনো হুমকি নেই।

Read Entire Article