সিনিয়র সচিব আকমলকে মৎস্যে বদলি, স্বাস্থ্যসেবায় নতুন সচিব

2 months ago 27

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

তাকে বদলি করে বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৭ আগস্ট আকমল হোসেন আজাদকে দুই বছরের চুক্তিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। পরে তাকে সিনিয়র সচিব করা হয়। ২০ আগস্ট তাকে স্বাস্থ্যসেবা বিভাগের বদলি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান।

সাইদুর রহমানকে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরএমএম/বিএ/জিকেএস

Read Entire Article