হাদ আছে হু আছে, দুধ-বাটি নাই! নোয়াখালী অঞ্চলের এমন একটি প্রাচীন উক্তি যেন ফিরে এলো ঢাকাই চলচ্চিত্রে। একটা সময় দর্শক ছিলো, প্রেক্ষাগৃহ ছিলো; কিন্তু সিনেমা ডুবে ছিলো অশ্লীলতায়। হারালো সিনেমার প্রাণ, মধ্যবিত্ত দর্শক। ঘুরপাক খেলো নিম্নবিত্তে। সিনেমাও নামতে থাকলো নিচের দিকে। এটা শূন্য দশকের গল্প। ৯০ দশকের শেষ পর্যন্ত দেশে সিনেমা হলের সংখ্যা ছিলো দেড় হাজারের মতো। সেটি এখন নেমে এসেছে মাত্র ৫০টিতে,... বিস্তারিত