সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে
লম্বা সময় পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফেরা সাকিব আল হাসান টুর্নামেন্টে বলার মতো কিছুই করতে পারছেন না। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও মলিন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ব্যর্থতার দিনে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস হেরেছে ৮৩ রানের বড় ব্যবধানে।
শনিবার বাংলাদেশ সময় সকালে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের প্রতিপক্ষ ছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এই ম্যাচে সাকিব করেছেন ৭ বলে ৮ রান। বোলিংয়ে ২ ওভারে ১৬ রান খরচ করেও পাননি কোনো উইকেট।
গায়ানার দেওয়া ২১২ রানের লক্ষ্যে নেমে অ্যান্টিগার শুরুটা মন্দ হয়নি। ২.১ ওভারেই ১ উইকেটে ৪১ রান তুলে ফেলে তারা। ম্যাচের মোড় ঘুরতে থাকে অ্যান্টিগার ইনিংসের সপ্তম ওভার থেকে। এই ওভারের প্রথম বলে সাকিবকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ইমরান তাহির। গায়ানার তাহির ৪ ওভারে ২১ রানে পাঁচ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। তার স্পিন ঘূর্ণিতে মাত্র ১২৮ রানে ঘুটিয়ে যায় সাকিবের দল।
অ্যান্টিগার সর্বশেষ ম্যাচে দলকে জেতানো শামারের ওপর ঝড় বইয়ে দেয় গায়ানা। ৪ ওভারে এই পেসার ৬১ রান দেন। এদিন শাই হোপের ৫৪ বলে ৮২ রানের ইনিংসের পর ২৬ বলে ৬৫ রান করেন শিমরন হেটমায়ার। তাদের ইনিংস থামে ৩ উইকেট হারিয়ে ২১১ রানে।