সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাঝে ঈদ উপহার বিতরণ

2 days ago 16

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কারাগারে দুঃস্থ ও অসহায় বন্দিদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। যেসব বন্দির পরিবারের পক্ষে ঈদে নতুন কাপড় পাঠানো সম্ভব হয়নি, তাদের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।

রোববার (৩০ মার্চ) সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ. এস. এম. কামরুল হুদার উদ্যোগে ৩০ জন পুরুষ বন্দি, ২৩ জন নারী বন্দি এবং ২ জন মায়ের সঙ্গে থাকা শিশুকে নতুন পোশাক প্রদান করা হয়। পুরুষ বন্দিদের জন্য পাঞ্জাবি এবং নারীদের জন্য শাড়ি বিতরণ করা হয়। সেই সাথে শিশুদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় জেলার আবু নুর রেজাসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

ঈদে নতুন পোশাক পেয়ে বন্দিরা জানান, কারাগারে থেকেও তারা ঈদের আনন্দ অনুভব করতে পারছেন। যা তাদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। নতুন পোশাক পেয়ে অনেক বন্দিই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ বলেন, ‘আমরা ভাবতেই পারিনি যে, ঈদে আমাদের জন্যও নতুন পোশাক আসবে। এটি আমাদের জন্য এক বিশাল পাওয়া। আমরা কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।’

কারাগারের জেল সুপার এ. এস. এম. কামরুল হুদা বলেন, ‘কারাগারের বন্দিরাও সমাজের অংশ, তাদের জন্য ঈদের আনন্দ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যারা অসহায়, দুঃস্থ এবং যাদের পরিবারের পক্ষে নতুন কাপড় পাঠানো সম্ভব হয়নি, আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক মহোদয়ের দিক-নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।

Read Entire Article