সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, চৌহালীর শফিকুল ইসলামের সঙ্গে তার আগে থেকেই ব্যবসায়িক লেনদেন ছিল এবং এ সম্পর্কিত সব নথি রয়েছে। তার কাছে নিজের দেওয়া চেকও রয়েছে। পাওনা টাকা নিতে বারবার বললেও শফিকুল তা গ্রহণ না করে একজন সাবেক এমপির প্ররোচনায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন। তিনি জানান, এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। এসময় দলিয় নেতাকর্মী ও কয়েক জন আইনজিবী উপস্থিত ছিলেন।
চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, চৌহালীর শফিকুল ইসলামের সঙ্গে তার আগে থেকেই ব্যবসায়িক লেনদেন ছিল এবং এ সম্পর্কিত সব নথি রয়েছে। তার কাছে নিজের দেওয়া চেকও রয়েছে। পাওনা টাকা নিতে বারবার বললেও শফিকুল তা গ্রহণ না করে একজন সাবেক এমপির প্ররোচনায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন। তিনি জানান, এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। এসময় দলিয় নেতাকর্মী ও কয়েক জন আইনজিবী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?