সিরাজগঞ্জে অতিরিক্ত হাসিল নেওয়ায় ইজারাদারকে জরিমানা

3 months ago 11

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোরবানির পশুরহাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই টাকা ক্রেতাদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার গ্যাসলাইন হাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, গ্যাসলাইন হাটে পশু ক্রয়-বিক্রয়ে ইজারাদার বাড়তি টাকা আদায় করছেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে বাড়তি টাকা আদায়ের সত্যতা মিললে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে বাড়তি টাকা আদায় করবেন না মর্মে ইজারাদার থেকে মুচলেকা নেওয়া হয়।

এম এ মালেক/এমএন/জেআইএম

Read Entire Article