সিরাজগঞ্জে বাস-ট্রেন আটকে দিয়েছেন শিক্ষার্থীরা

2 weeks ago 17

যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশন ও গোল চত্বর এলাকায় অবস্থান করে অবরোধ করছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এতে দুটি ট্রেন ও ঢাকা-রাজশাহী মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী কমিটি বিলুপ্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করছেন তারা।

প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশন মাস্টার মনিরুজ্জামান জাগো নিউজ এ তথ্য নিশ্চিত করেন।

সিরাজগঞ্জে বাস-ট্রেন আটকে দিয়েছেন শিক্ষার্থীরা

তিনি জানান, স্টেশনে শিক্ষার্থীরা ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম থেকে ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস বন্ধ রেখেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

অন্যদিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, কমিটিতে আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ার অভিযোগ তুলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ আন্দোলন করছে।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, পদ বঞ্চিত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এম এ মালেক/আরএইচ/এমএস

Read Entire Article