সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের

1 month ago 30

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (২৫) ও নাঈমুর রহমান (২২) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম একই উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও নাঈমুর রহমান শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জাগো নিউজকে জানান, একটি বাস চলন্ত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তবে বাসটি পালিয়ে গেছে।

এম এ মালেক/জেডএইচ/এমএস

Read Entire Article