সিরাজগঞ্জে সাবেক কাউন্সিলর শহিদুলসহ গ্রেপ্তার ২

5 hours ago 3

সিরাজগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা ও উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শহিদুল ইসলামসহ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন উল্লাপাড়া পৌর এলাকার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর ঝিকিড়া গ্রামের মৃত সোহরাব মণ্ডলের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৯) এবং রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ঘুড়কা নতুনপাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে মো. শরিকুল ইসলাম ওরফে রোকন (৪১)। 

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

Read Entire Article