সিরাজগঞ্জে হঠাৎ করেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫৭ জনে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ও সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন। আক্রান্ত বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত ১ হাজার ১৫৭ জন এবং চিকিৎসা নিয়ে চলে গেছেন ১ হাজার ৯০ জন। মারা গেছেন ২ জন। বাকি ৬৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, ডেঙ্গু মোকাবিলার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। জেলা সদর ছাড়াও প্রতিটি উপজেলা হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। এ ছাড়া সিভিল সার্জন অফিস থেকে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।