আর কয়দিন পরেই কোরবানির ঈদ। এবারের ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হাট প্রাঙ্গণ। এবছরও কোরবানির পশুর দাম বেশী বলে জানান ক্রেতারা অপর দিকে গোখাদ্যের যে দাম তাতে খামারিরা লোকসানের মুখে পরবে।
জেলায় এবার কালিয়া কান্দাপাড়া,কাটাওয়াবদা, তালগাছি, এনায়েতপুর, সমেশপুর, চান্দাইকোনা, বাগবাটি, রতনকান্দি, বহুলি, উল্লাপাড়া গ্যাস... বিস্তারিত