সিরাজগঞ্জের সলঙ্গায় পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে দেওভোগ বাজার-সংলগ্ন পুকুরে জেলেরা মাছ ধরার সময় জালে জড়িয়ে শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে জানায়। পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক ৮ থেকে ৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বলেন, জেলেরা পুকুরে মাছ ধরার সময় শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) সকালে দেওভোগ বাজার-সংলগ্ন পুকুরে জেলেরা মাছ ধরার সময় জালে জড়িয়ে শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে জানায়। পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
শিশুটির বয়স আনুমানিক ৮ থেকে ৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বলেন, জেলেরা পুকুরে মাছ ধরার সময় শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
What's Your Reaction?