সিরিজ জিতলে বা হারলে র‌্যাংকিংয়ে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের

2 weeks ago 9
একসময় ওয়ানডে ক্রিকেট ছিল বাংলাদেশের সবচেয়ে গর্বের জায়গা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই গর্বের জায়গা পরিণত হয়েছে মাথাব্যথার বড় কারণ হিসেবে। ওয়ানডে ফরম্যাটে যেন ছন্দই খুঁজে পাচ্ছে না টাইগাররা।  এ বছর এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যেখানে জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। টানা চারটি ওয়ানডে সিরিজে পরাজয়ের কষ্টও বইতে হচ্ছে টাইগারদের। মিরপুরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  ওয়েস্ট ইন্ডিজ জিতলে আরও একটি সিরিজ পরাজয় হবে বাংলাদেশের।  বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান বাংলাদেশের। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। বাংলাদেশ আজ শেষ ম‌্যাচ জিতে সিরিজ জিতলেও দুই দলের র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন আসবে না। শুধু পয়েন্ট বাড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজে ৭৯।  অন্যদিকে, সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব‌্যবধানে সিরিজ জিতলেও অবস্থান বদলাবে না দুই দলের কারও। তখন ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট বেড়ে হবে ৮১, বাংলাদেশের হবে ৭৩। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি সিরিজ, ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তবে এই সিরিজ যদি হারেও তবে শঙ্কার কিছু নেই। আরও পর্যাপ্ত ম্যাচ রয়েছে টাইগারদের যেগুলোতে ভালো পারফরম্যান্স করতে পারলে সরাসরিই বিশ্বকাপ খেলার টিকিট পাবে লিটন-সাইফ-রিশাদরা।  ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‌্যাংকিংয়ে সেরা আট দলের (স্বাগতিক দেশ ব্যতীত) মধ্যে থাকতে হবে। ১৪ দলের টুর্নামেন্টে বাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।
Read Entire Article