কাতারের সামরিক বাহিনী জানিয়েছে, তুরস্কের গাজিয়ানটেপ দিয়ে বিমানে করে সিরিয়ায় তাদের প্রথম ত্রাণ সহায়তা সরবরাহ করা হয়েছে। সিরিয়ায় খাবার এবং ওষুধ সরবরাহ করার বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রতিষ্ঠিত কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের (কিউএফএফডি) মাধ্যমে সিরিয়ায় খাবার, ওষুধ এবং আশ্রয় উপকরণ সরবরাহ করা হয়েছে।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর যুক্তরাজ্য ও ইউরোপের একাধিক দেশ সিরীয় নাগরিকদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে। এসব দেশের মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স ও গ্রিস অন্যতম।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ১ কোটি ৪০ লাখের বেশি সিরীয় নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশত্যাগ করেছে।
জার্মানি মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বড় সিরীয় প্রবাসীদের আবাসস্থল। দেশটিতে প্রায় ১০ লাখ সিরীয় নাগরিক বাস করছেন, যার মধ্যে প্রায় ৭ লাখ শরণার্থী হিসেবে অন্তর্ভুক্ত। বাশার আল-আসাদের পতনে পর জার্মানিও সিরিয়ান শরনার্থীদের আশ্রয় দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও গ্রিসও জানিয়েছে যে তারা আপাতত সিরিয়ানদের আশ্রয় দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখবে।
সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানে চাপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বাশার আল-আসাদ। তিনি পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা দেশ শাসনের জন্য এখন অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মেদ আল-জোলানির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
এ বিষয়ে তিনি এরই মধ্যেই ক্ষমতাচ্যুত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি ও ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা করেছেন। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে পারেন আরেক বিদ্রোহী নেতা মোহাম্মদ আল-বশির। তিনি বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ছোট এলাকার দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে ধারণা করা হচ্ছে।
- আরও পড়ুন:
- সিরিয়ার ১৮ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী
- সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান
- বাশার আল-আসাদ এখন মস্কোয়, জানালো রাশিয়া
স্বৈরশাসক বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশজুড়ে আনন্দ-উল্লাস করতে শুরু করেন সাধারণ মানুষ। তার দেশত্যাগের মাধ্যমে দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে।
টিটিএন