সিরিয়ায় সেনাবাহিনীর ওপর বিদ্রোহীদের হামলা, নিহত ১০০

1 month ago 24

সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিদ্রোহী গোষ্ঠী হায়েত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্র বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন অন্তত ১০টি এলাকা দখলে নিয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ার একটি বিশাল এলাকা এইচটিএসের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের সঙ্গে বুধবার সেনাবাহিনীর সংঘর্ষে প্রায় ১০০ জন সেনা ও বিদ্রোহী নিহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, সংঘর্ষে এইচটিএসে ৪৪ সদস্য ও তাদের মিত্রদের ১৬ সদস্য হয়েছেন। 

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন পদমর্যাদার অন্তত চার কর্মকর্তাসহ সেনাবাহিনীর ৩৭ সদস্য নিহত হয়েছেন। এ সময় এবং পাঁচ সদস্যকে বন্দি করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর অস্ত্রের ডিপো, সাঁজোয়া যান, মেশিনারিজ এবং ভারী অস্ত্র লুট করেছে বিদ্রোহীরা। 

সংস্থাটি আরও জানিয়েছে, সংঘর্ষে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক লোক হতাহত হয়েছেন। সংঘর্ষ চলাকাছে সিরিয়ার সেনাবাহিনী বেসামরিক ও সামরিক অবস্থানে শত শত শেল ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সিরিয়ার সেনাবাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এইচটিএস যোদ্ধারা এবং তাদের সহযোগীরা আলেপ্পো শহরের উপকণ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার এবং নুবল এবং জাহরা থেকে কয়েক কিলোমিটার দূরে অগ্রসর হয়েছে। এ দুটি প্রধান শিয়া শহরে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এইচটিএস বাহিনী আলেপ্পোর পূর্বে আল-নায়রাব বিমানবন্দরেও আক্রমণ করেছে। এলাকাটিতে ইরানপন্থি যোদ্ধাদের ফাঁড়ি রয়েছে।
 

Read Entire Article