সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট বুধবার

3 months ago 7
সরাসরি ৪১৯ হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে আগামী বুধবার (১৪ মে)। এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে সরাসরি ২ হাজার ৯৫ হজযাত্রী সৌদি আরব যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার গতকাল শনিবার কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইট সরাসরি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। ১৪ মে সরাসরি মদিনার উদ্দেশে ৪১৯ যাত্রী নিয়ে যাবে প্রথম ফ্লাইট। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায়। আর বাকিগুলো সিলেট থেকে জেদ্দায় যাবে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট জোনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান বলেন, হজ ফ্লাইটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। এ বছর কোনো সমস্যা হয়নি।
Read Entire Article