সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেফতার

2 months ago 30

সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১8 নভেম্বর) দিনগত গভীর রাতে সুনামগঞ্জের ছাতক ‍উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেফতাররা হলেন সিলেট মহানগর যুবলীগের এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ। তাদের বিরুদ্ধে সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক ‍উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ নেতা এমদাদ হোসেন ইমু ও রুপম আহমদকে গ্রেফতার করা হয়। তারা কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে করা মামলার আসামি।

গ্রেফতার দুজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান।

আহমেদ জামিল/এসআর

Read Entire Article