সিলেটে আটকে পড়া যাত্রীদের জন্য ঢাকাগামী ট্রেনে বিশেষ বগি

7 hours ago 6

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ঢাকায় যাওয়ার জন্য ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয়। এই বগির সবকটি টিকিটই বিমান যাত্রীদের জন্য রাখা হয়।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, ঢাকার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটে কয়েকটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এসব ফ্লাইটের যাত্রীদের মধ্যে যারা জরুরিভিত্তিতে ঢাকায় যেতে চান তাদের জন্য আমরা ঢাকাগামী ট্রেনে বিশেষ ব্যবস্থা করেছি। ট্রেনে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয়েছে। তারা প্লাটফর্মে এসে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে বিকেল ৩টা ১৫ মিনিটে ৩৯৬ জন যাত্রী নিয়ে সৌদি আরবের রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। তারপর সন্ধ্যা ৬টা ৫ মিনিট ও ৬টা ১৫ মিনিটে সিঙ্গাপুর ও মালদ্বীপ থেকে ইউএস বাংলার আরও দুইটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করেছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক মো. হাফিজ আহমেদ বলেন, তিনটি ফ্লাইট সিলেটের অবতরণ করেছে। আরও ফ্লাইট নামতে চাইলে সেই প্রস্তুতিও আমরা রেখেছি।

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে বিমানবন্দরে কার্যক্রম সাময়িক স্থগিত রয়েছে।

আহমেদ জামিল/এমএন/এমএস

Read Entire Article